নতুন আঙ্গিকে সেজে উঠবে রেলের এসি কোচগুলি, স্বাচ্ছন্দ্য বিমানের মত
অন্যরুট (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৭/০২/২০২১ : শীঘ্রই ভারতীয় রেলে আসতে চলেছে বিলাসবহুল নতুন এসি থ্রি টায়ার নতুন কোচ। সুতরাং এবার থেকে আরও বেশি মানুষ এসি কম্পার্টমেন্টে ভ্রমন করতে পারবেন। নতুন এই কোচগুলি তৈরি করা হচ্ছে পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ কারখানায়।
সাধারণ কোচগুলিতে থাকে ৭২টি বার্থ, কিন্তু নতুন এই এসি কোচে থাকবে মোট ৮৩টি বার্থ। অর্থাৎ ১১টি বার্থ বেশি থাকবে। প্রতিটা বার্থে থাকবে এসির আলাদা প্যানেল, যাতে কোনো যাত্রী ইচ্ছে করলেই তাঁর বার্থের প্যানেলটিকে নিয়ন্ত্রণ করতে বা বন্ধ করে দিতে পারে। এছাড়াও প্রত্যেক বার্থেই থাকবে আলাদা আলাদা রিডিং লাইট।
তাছাড়া প্রত্যেক বার্থের সাথে থাকবে মোবাইল চার্জ দেওয়ার জন্যে আলাদা আলাদা প্লাগ ইন সংযোগ ব্যবস্থাও। ওপরের বার্থগুলিতে ওঠার জন্যে সিঁড়িকে আরও সুবিধাজনকভাবে গড়ে তোলা হয়েছে। বেশ কেতাদুরস্ত চেহারা আনা হয়েছে নতুন থ্রি টায়ার এসি কোচগুলিতে। মোটামুটিভাবে রেলের কোচে বসেও যাতে বিমানের মত করে সুবিধা পাওয়া যায় তার জন্যেই নতুন করে সাজানো হচ্ছে নতুন এই এসি কোচগুলিকে। যাত্রীসাধারনকে আরও স্বাচ্ছন্দ্য দিতেই ভারতীয় রেল এই নতুন কোচগুলিকে দ্রুত আনতে চলেছে।
No comments:
Post a Comment