সপ্তাহান্তের সফরে ঘুরে আসুন পুরুলিয়ার বড়ন্তি থেকে
![]() |
বড়ন্তি লেক ও ও পাহাড় |
অন্যরুট (বাংলা), পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ০২/১২/২০২০ : পশ্চিমবাংলায় পর্যটনের অন্যতম আকর্ষণবিন্দুতে পরিণত হয়ে উঠেছে লাল পাহাড়ির দেশ পুরুলিয়া। যেহেতু অল্প আয়াসে, অল্প সামর্থে পৌঁছে যাওয়া যায় প্রকৃতির কোলে লুকিয়ে থাকা সুন্দর এই দেশে, তাই বাঙালির কাছে অসাধারন উইক এন্ড ডেস্টিনেশন হয়ে উঠেছে এই পুরুলিয়া জায়গাটা। তবে যে ভাবে জনপ্রিয়তা বেড়ে চলেছে, তাতে করে কলকাতা, হাওড়া, আসানসোল বা রানিগঞ্জে কাজের জন্যেও যাঁরা বাইরের রাজ্য থেকে ,তাঁদের কাছেও পুরুলিয়া যথেষ্ট জনপ্রিয় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে আগামীদিনে।
![]() |
কুয়াশার মুকুট পড়ে বড়ন্তি পাহাড় |
তবে হ্যাঁ, পুরুলিয়ার আকর্ষণ কিন্তু শীতকালেই। গরমকালে এখানে এত গরম পরে যে রীতিমত লু বইতে দেখা যায়. আর শীত কালে সম্পূর্ণ উল্টোটা. এখন পুরুলিয়া-বাঁকুড়া একসাথে জুড়ে নিলে অনেকগুলো পর্যটন কেন্দ্র আপনাকে হাতছানি নিয়ে ডাকতেই পারে। যদি সম্ভব হয়, তাহলে সেই ডাক উপেক্ষা করুন !
![]() |
প্রাচীন দেয়াল |
আমাদের আজকের আলোচ্য গন্তব্য হল ববড়ন্তি। পঞ্চকোট আর বিহারীনাথ পাহাড়ের প্রেক্ষাপটে শাল পিয়ালের দেশ 'বড়ন্তি'। কলকাতা থেকে দূরত্ব মাত্র ২২৫ কিলোমিটার। প্রথমেই জানিয়ে রাখি কিভাবে যাবেন, হাওড়া - আদ্রা লাইনের ট্রেন যাচ্ছে, হাওড়া- চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছে, এছাড়া যাচ্ছে সামারসাতা এক্সপ্রেস ট্রেন। আপনাকে নামতে হবে মুরাডি স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে এসে বাইরে থেকে পেয়ে যাবেন অটো রিক্সা। মুরাডি থেকে বড়ন্তির দূরত্ব কিলোমিটার পাঁচেক। বড়ন্তি জায়গাটির সরকারি নাম রামচন্দ্রপুর।
![]() |
বড়ন্তি লেকের জলে সূর্যাস্ত |
বড়ন্তি জায়গাটির মূল আকর্ষণ হল বড়ন্তি পাহাড় ও নয়নাভিরাম একটি লেক। সেই সবুজ পাহাড় আর লেকের ধারে বেড়াতে বেড়াতে অনেকটা সময় চলে যাবে। বড়ন্তির আশেপাশেও রয়েছে বেশ কিছু আকর্ষণ। এখান থেকে গড় পঞ্চকোট মাত্র ১২ কিলোমিটার দূরে, জয়চন্ডী পাহাড় মাত্র ২১ কিলোমিটার দূরে আর এই অঞ্চলের আরাকু ভ্যালি বলে পরিচিত বিহারীনাথ মাত্র ১৮ কিলোমিটার দূরে। বিহারীনাথেও থাকার জায়গা রয়েছে। বড়ন্তি থেকে অনায়াসে চলে যেতে পারেন পাঞ্চেত পাহাড় আর ড্যাম দেখতে।
![]() |
জয়চন্ডী পাহাড় |
ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত এই বড়ন্তি জায়গাটার একটা অদ্ভুত নেশা মেশানো আকর্ষন রয়েছে। চারদিকে অনুচ্চ পাহাড়ের সারি, দূরে সবুজ বনানী আর তার মাঝে উইক এন্ড-এর ছোট্ট পর্যটন। আশেপাশে রয়েছে প্রাচীন মন্দির আর দেউল। তার মধ্যে কিছু আবার ধ্বংসের দিন গুনছে। সবচেয়ে আকর্ষণীয় বড়ন্তি লেকের ধার, খোলা আকাশের নীচে একটু পিকনিক করতে পারলে মন ভরে উঠবে। লেকের জলে সূর্যাস্তের প্রতিচ্ছবি যেন উপরি পাওনা।
![]() |
বিহারীনাথ |
বড়ন্তির জনপ্রিয়তা দিন কে দিন বেড়েই চলেছে, যে কারনে এখানে ভীড় বাড়ছে পর্যটকদের। এখানে থাকার জন্যে বেশ কয়েকটি হোটেল আছে, যেমন লেক হিল রিসর্ট - ৯৪৩২২৯৬১৭৮ / ৯৫৬৪৯২৫৮৭২, বড়ন্তি ওয়াইল্ড লাইফ নেচার স্টাডি হাট - ৯৮৩০০৮৫৪৮৩ / ৯৩৩০৯৫৮৯২৬, এলিয়ার ডি বড়ন্তি - ৭৯৪৭৩২৪৩৬০;
No comments:
Post a Comment