Ads Top

আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে নতুন নিয়ম কেন্দ্রের

আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে নতুন নিয়ম কেন্দ্রের


অন্য রুট (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৯/১১/২০২০ : গোটা বিশ্বে করোনা ভাইরাস ফের দাপট দেখাতে শুরু করতেই আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে দেশে নতুন নিয়ম নিয়ে এল কেন্দ্র সরকার। 

আন্তর্জাতিক উড়ানের  ক্ষেত্রে ভারতের মাটিতে এসে নামার অন্তত ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করাতে হবে। আর সেই ফলাফল  যদি নেগেটিভ হয় তাহলে কোনো সমস্যা নেই এবং সেক্ষেত্রে উড়ান শুরু করার আগেই উড়ানের বা সিভিল এভিয়েশন মন্ত্রকের (ভারত সরকার) পোর্টালে জানিয়ে দিতে হবে তার করোনা রিপোর্ট নেগেটিভ রয়েছে। তার সাথে সম্মতি জানিয়ে এও জানিয়ে দিতে হবে ভারত সরকারের সিদ্ধান্ত মেনে যাত্রীকে ফের টেস্ট দিতে হতে পারে / হোম কোয়ারেন্টাইন / ১৪ দিনের জন্যে সেলফ মনিটরিংয়েও যেতে হতে পারে।

যে সব প্রাতিষ্ঠানিক যাত্রীরা কোয়ারেন্টাইনে যেতে চান না, তাঁদেরকে বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে অনলাইনে সেলফ ডিক্লারেশন দিতে হবে অথবা, বিমান থেকে নেমে নির্দিষ্ট স্বাস্থ্য কাউন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে। বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করাতে হবে এবং যাঁরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে ইচ্ছুক  নন, তাঁদেরকে বিমান থেকে নেমেই করোনা টেস্ট করাতে হবে, যার ব্যবস্থা থাকবে বিমান বন্দরের মধ্যেই. (এই মুহূর্তে এই ব্যবস্থা রয়েছে মুম্বই, দিল্লী, আহমেদাবাদ,  আরও কয়েকটি শহরে)। তবে যদি কারোর করোনা রিপোর্ট না থাকে এবং সেই বিমান বন্দরে করোনা টেস্ট করার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে তাকে অবশ্যই সাত দিনের জন্যে কোয়ারেন্টাইন থাকতে হবে। অবশ্য এইসব বিধিনিষেধগুলি করেছে দেশের কেন্দ্র সরকার। এর ওপরেও বিভিন্ন রাজ্যের আলাদা করে কিছু বিধি নিষেধ থাকতেই পারে। 



No comments:

Aaj Khabor. Powered by Blogger.