Ads Top

কেদারনাথ মন্দির বন্ধ হবে কাল, সাক্ষী থাকবেন ২ মুখ্যমন্ত্রী

কেদারনাথ মন্দির বন্ধ হবে কাল, সাক্ষী থাকবেন ২ মুখ্যমন্ত্রী
আর কিছুদিন পর পুরোপুরি বরফে ঢেকে যাবে কেদারনাথ মন্দির 


অন্যরুট, কেদারনাথ, উত্তরাখন্ড, ১৫/১১/২০২০ :  আজ উত্তরাখণ্ডের  গিয়ে একসাথে পূজা দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরাখণ্ডের উচ্চ হিমালয় অঞ্চলে ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়ে গিয়েছে। যার জেরে আজই  বন্ধ করে দেওয়া হয়েছে গঙ্গোত্রী মন্দির, আগামীকাল বন্ধ করে দেওয়া হবে কেদারনাথ মন্দির। এই অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের কাছে। আগামীকাল কেদারনাথ মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হবে, সেই পূজায় অংশ নেবেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হওয়ার সাক্ষী থাকবেন তাঁরা। 

তারপর দুই মুখ্যমন্ত্রী একসাথেই রওনা দেবেন বদ্রীনাথ মন্দিরের উদ্দেশ্যে।  সেখানে গিয়ে পূজার্চনা করবেন তাঁরা। বদ্রীনাথে একটি পর্যটন অতিথি নিবাসের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রীরা। ৪০ কক্ষ বিশিষ্ট এই অতিথি নিবাস আগামী ২ বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে। খরচ পড়বে  প্রায় ১১ কোটি টাকা। একসাথে অনেক পর্যটক কম খরচে এখানে রাত্রিবাস করতে পারবেন। তবে এই অতিথি নিবাসটি তৈরি করে দিচ্ছে উত্তর প্রদেশ সরকার।

মন্দির চত্বরে দেখা যাচ্ছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াতকে 

আজই  যোগী আদিত্যনাথ কেদারনাথ মন্দিরে পৌঁছে গিয়েছেন। তাঁকে স্বাগত জানিয়েছেন উত্তরাখণ্ডের অন্যান্য মন্ত্রী ও বিশিষ্ট জনেরা। যোগী সাংবাদিকদের বলেন, "আমি অনেকদিন ধরেই কেদারনাথে আসব ভাবছিলাম। আজ প্রায় ১১/১২ বছর পর এখানে এলাম। দুদিন আগেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে এখানে আসার জন্যে আহ্বান করেছিলেন। এখানে এসে খুবই ভাল লাগছে। ২০১৩ সালের বন্যায় এখানে যে অবস্থা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে এখানে পরিবেশ এখন অনেক সুন্দর হয়েছে।" 

No comments:

Aaj Khabor. Powered by Blogger.