Ads Top

বন্ধ করা হল গঙ্গোত্রী মন্দির, দেবী রওনা হলেন মুখবার উদ্দেশ্যে

বন্ধ করা হল গঙ্গোত্রী মন্দির, দেবী রওনা হলেন মুখবার উদ্দেশ্যে
বন্ধ করা হচ্ছে গঙ্গোত্রীদেবীর মন্দিরের দরজা 

অন্যরুট, গোমগোত্রী, উত্তরাখন্ড, ১৫/১১/২০২০ : উত্তরাখন্ড রাজ্যের উচ্চতর পাহাড়ি অঞ্চলে তুষারপাত শুরু হয়ে গিয়েছে আর কিছুদিনের মধ্যেই এই রাজ্যের বেশিরভাগ জায়গা চলে যাবে বরফের সাদা চাদরের নিচে। তাপমাত্রা নেমে যাবে হিমাঙ্কের নিচে। এই পরিস্থিতিতে আজ উত্তরাখণ্ডের চারধামের অন্যতম গঙ্গোত্রী মন্দির শীতকালের জন্যে  বন্ধ করে দেওয়া হল।

গঙ্গোত্রীর গোমুখ অঞ্চলে একটু একটু করে তুষারপাত হতে শুরু করছে। এবছর এপ্রিল মাসে বরফ সরে  যাওয়ার পর  গঙ্গোত্রী মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল ভক্তদের জন্যে। তবে এই মুহূর্তে উত্তরাখন্ড রাজ্যের উচ্চ হিমালয় অঞ্চলের বেশ কিছু জায়গায় তুষারপাত শুরু হয়ে গিয়েছে। আর দুদিন পর গঙ্গোত্রী অঞ্চলেও তুষারপাত শুরু হয়ে যাবে। এই এলাকায় তাপমাত্রাও এখন হিমাঙ্কের কাছাকাছি ঘোরাফেরা করছে, যার ফলে আজ বিশেষ পূজাপাঠ সম্পন্ন করার পর দুপুর ১২:১৫ মিনিটে গঙ্গোত্রী মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হল। 


মুখবায় গঙ্গোত্রী দেবীর মন্দির, হরসিল  

প্রতি বছর চারধামের সব মন্দিরগুলিই শীতকালে বন্ধ রাখা হয়। গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথের দরজা বন্ধ করে দেওয়া হয়। এবছরেও আর কিছুদিনের মধ্যেই এই মন্দিরগুলির দরজা বন্ধ করে দেওয়া হবে। যার মধ্যে আজই বন্ধ করে দেওয়া হল গঙ্গোত্রী মন্দিরের দরজা। আজ বিশেষ পূজার্চনার পর গঙ্গোত্রীদেবীকে ফুলের পালকিতে সাজিয়ে শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হল অপেক্ষাকৃত অনেকটাই নিচে হরসিলের মুখবা মন্দিরে, যেখানে প্রতিবছর শীতকালে গঙ্গোত্রী দেবী অধিষ্ঠাত্রী থাকেন এবং পূজিতা হন। এবারেও সব রকম নিয়ম কানুন মেনেই গঙ্গোত্রীদেবীকে নিয়ে শোভাযাত্রা রওনা হয়েছে মুখবা মন্দিরের উদ্দেশ্যে। 





No comments:

Aaj Khabor. Powered by Blogger.