দেশের সবচেয়ে লম্বা তেহরি সাস্পেন্সন সেতু বাঁচাবে অনেকটা সময়
অন্য রুট, তেহরি, উত্তরাখন্ড, ১৩/১১/২০২০ : উত্তরাখণ্ডের তেহরীতে দেশের সবচেয়ে লম্বা সাস্পেন্সন সেতু খুলে দেওয়া হল দেশের সাধারণ মানুষের জন্যে।
তেহরির ডোবরা থেকে চান্তি গ্রামে পৌঁছে গিয়েছে এই নতুন সেতু। সুন্দরী তেহরি লেকের ওপর দিয়ে অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য চাক্ষুষ করতে করতে পৌঁছে যাওয়া যাবে ডোবরা থেকে চান্তি গ্রাম পর্যন্ত। ৭২৫ মিটার লম্বা এই সেতু ১৪ বছর ধরে তৈরি হয়েছে, খরচ হয়েছে প্রায় ৩ কোটি টাকা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দর সিং রাওয়াত গত ৮ তারিখে এই সেতুর উদ্বোধন করেছেন।
ডোবরা-চান্তি সাস্পেন্সন সেতু প্রতাপ নগরকে তেহরি গাড়োয়াল জেলার সাথে যুক্ত করল। আগে প্রতাপ নগর থেকে তেহরি যেতে সময় লাগত প্রায় ৫ ঘণ্টা, এখন লাগবে মাত্র দেড় ঘণ্টা। পর্যটকদেরও সময় বাঁচবে অনেকটাই। তেহরি লেক পর্যটকদের কাছে এডভেঞ্চার ট্যুরিজমের জন্যে যথেষ্ট আকর্ষণীয়। এখানে প্যারাগ্লাইডিং থেকে শুরু করে বোটিং কিংবা ওয়াটার স্কিয়িং সব কিছুই আকর্ষণ করে পর্যটকদের। তাছাড়া মন ভোলানো নৈসর্গিক শোভা তো আছেই।
No comments:
Post a Comment