সুপারস্টার শাহরুখ খানের বাড়িতে একটা রাত কাটিয়ে আসুন
![]() |
শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খান |
অন্যরুট (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৯/১১/২০২০ : শাহরুখ খানের বাড়িতে থাকতে চান? হ্যাঁ, ঠিকই শুনেছেন। বলিউডের সুপারস্টার শাহরুখ খানের কথাই বলছি। এবার সে সুযোগ এসে গেছে, জেনে নিন কিভাবে শাহরুখ খানের বাড়িতে সুন্দর একটি রাত কাটানো যায়।
আগেই বলে রাখছি, বাড়িটা শাহরুখ খানের মুম্বইয়ের বাড়ি নয়, এটা শাহরুখ খানের দিল্লীর বাড়ি। সুন্দর সাজানো গোছানো বাড়ি, শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরী দিল্লীতে এলে এই বাড়িতেই থাকেন। দিল্লী বেড়াতে গিয়ে একরাত্রি শাহরুখ খানের বাড়িতে কাটিয়ে এলে .অভিজ্ঞতা মন্দ হবে না। এবার জেনে নিন, কিভাবে আপনি শাহরুখ খানের বাড়ির অতিথি হতে পারেন।
![]() |
শাহরুখের বাড়ির অন্দরে |
শাহরুখ খানের স্ত্রী ইন্টেরিয়র ডেকরেশনের কাজ করেন। এবার তিনি এয়ারবিএনবি নামে একটি সংস্থার পার্টনার হিসেবে কাজ করছেন। সেই ট্র্যাভেল সংস্থার তরফ থেকে একটা ক্যাপশন দেওয়া হয়েছে। সেই ক্যাপশন হল - "Home with open arms". এই ক্যাপশনের মানে আপনার কাছে কি ? এর উত্তর লিখে পাঠিয়ে দিতে হবে এয়ারবিএনবি সংস্থার কাছে।আপনি যেমন উত্তর পাঠাবেন, তেমন আরও প্রচুর মানুষ পাঠাবেন। এরপরেই হবে লটারি। প্রথম পর্যায়ে একটি দম্পতি সুযোগ পাবেন দিল্লীর পঞ্চশীল পার্কের শাহরুখ খানের বাড়িতে রাত কাটানোর।
![]() |
শাহরুখের বাড়ির অন্দরে |
বিজেতার জন্যে দিল্লীর বাড়ির দরজা খুলে দেওয়ার অনুমতি দেবেন গৌরী খান। কেমন হবে শাহরুখ খানের বাড়িতে রাত কাটানো ? বিজেতারা গৌরী খানের নিজের হাতে লেখা একটি বার্তা পাবেন তাঁর বাড়িতে। একটি লাক্সারি গাড়ী বিজেতাকে দিল্লীর কোনো জায়গা থেকে তুলে আনবে এবং পরের দিন ফের সেই গাড়ি দিল্লীর কোনো একটি জায়গায় নামিয়ে দেবে। শাহরুখের বাড়িতে শাহরুখ অভিনীত ম্যারাথন মুভি চলবে, যা বিজেতারা তাঁর বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন। বিজেতারা পাবেন খান পরিবারের পছন্দে ভরা মেনুর গ্র্যান্ড ডিনার। এছাড়াও থাকবে খান পরিবারের দেওয়া একটি সুভ্যেনির। দিল্লী বেড়াতে গিয়ে ব্যাপারটা মন্দ হবে না।
No comments:
Post a Comment