করোনা ভাইরাসের ছোবলে নেপালের পর্যটন ব্যবসা রীতিমত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে
অন্যরুট (বাংলা), কাঠমান্ডু , নেপাল, ০৯/১১/২০২০ : নেপালের মত সুন্দর একটি দেশে ফের হানা দিয়েছে করোনা ভাইরাস, যার ফলে সেদেশে ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে পর্যটন ব্যবসা।
পর্যটন ব্যবসাকে নেপালের লাইফ লাইন বলা হয়। দেশের অর্থনীতির অনেকটাই এই পর্যটন ব্যবসার ওপর নির্ভর করে থাকে নেপালের মত দেশে। কিন্তু করোনা নতুন করে হানা দেওয়ায় পর্যটন ব্যবসা আরও একবার ক্ষতির মুখে পড়তে চলেছে নেপালে। শুধু তাই নয়, গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশ্বের সর্বোচ্য শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করতে প্রতি বছর নেপালে প্রচুর মানুষ আসেন, সেখান থেকেও ব্যাপক রোজগার করে থাকে নেপাল, কিন্তু এই মুহূর্তে মাউন্ট এভারেস্টকেও খালি করে দেওয়া হয়েছে। বিদেশী পর্যটকদেরকেও ফিরিয়ে দেওয়া হয়েছে।
পর্যটন ব্যবসার মুখাপেক্ষী নেপালের অবস্থা এই মুহূর্তে খুব খারাপ। অসংখ্য নেপালি শেরপা, গাইড এবং পোর্টার কর্মহীন হয়ে পড়েছেন। মাউন্ট এভারেস্টের কোথাও কোনো পর্যটক নেই, এভারেস্ট বেস ক্যাম্প যেন মরুভূমিতে পরিণত হয়ে পড়েছে। তথ্য বলছে, যেখানে এই মরসুমে হাজারের বেশি অভিযাত্রী মাউন্ট এভারেস্টের দিকে রওনা দেন, সেখানে এই মরসুমে এখনো পর্যন্ত মাত্র ৫০ জন অভিযাত্রীর দেখা পাওয়া গিয়েছে। সব মিলিয়ে অবস্থা বেশ শোচনীয়।
নেপালের অন্যান্য পর্যটনকেন্দ্রগুলির অবস্থাও খুব খারাপ। হোটেলগুলি বন্ধ হয়ে গিয়েছে। ট্র্যাভেল এজেন্টদের অফিসগুলি বন্ধ রয়েছে। ভাড়া গাড়ির স্ট্যান্ডগুলিও সুনসান। করোনা ভাইরাসের ছোবলে নেপালের পর্যটন ব্যবসা রীতিমত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। গত বৃহস্পতিবারও নেপালে নতুন করে মোট ৩,০৫১ জন মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, নেপালে এখনো পর্যন্ত মোট ১,৮৫,৯৭৪ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
No comments:
Post a Comment