Ads Top

বেড়াতে যাওয়ার নতুন গন্তব্য 'টাইটানিক'

বেড়াতে যাওয়ার নতুন গন্তব্য টাইটানিক


অন্য রুট  (বাংলা), ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র, ০৭/১১/২০২০ : বেড়াতে যাওয়ার নতুন গন্তব্য খুঁজছেন ?  সঙ্গে চাই একটুখানি রোমাঞ্চ ? তাহলে তৈরি হয়ে নিন।  আপনার গন্তব্য হতে চলেছে টাইটানিক।

হ্যাঁ একেবারে ঠিক শুনেছেন। The Titanic survey expedition 2021 প্রকল্প খুব শীঘ্রই শুরু হতে চলেছে। যেখানে অত্যুৎসাহী মানুষদের নিয়ে যাওয়া হবে সমুদ্রের  অতলে, ঠিক যেখানে ডুবে গিয়েছিল টাইটানিক জাহাজটি। পর্যটকদের প্রথমে ট্রেনিং দেওয়া হবে। তারপর জাহাজে করে নিয়ে যাওয়া হবে আটলান্টিক সাগরের সেই জায়গায় যেখানে ডুবে গিয়েছিল প্রমোদ জাহাজ টাইটানিক। এরপর সমুদ্রে ঝাঁপ এবং অতল জলের গভীরে পৌঁছে যেতে হবে। দেখতে পাবেন টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ। 

আপনার গাইড আপনাকে টাইটানিক জাহাজে স্বাগত জানাবে এবং জাহাজের ধ্বংসাবশেষের ভিতর দিকটাতে নিয়ে যাবে। মাছের মত সাঁতরাতে সাঁতরাতে আপনি ঘুরে ফিরে দেখবেন টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ। দেখতে পাবেন, কিভাবে হেলে পড়ে রয়েছে বিশালাকার জাহাজটি, টাইটানিকের বল রুম , ডেক, মাস্তুল, প্লে  রুম আরও কত কি ! জলে ভাসতে ভাসতে আপনি পিছিয়ে যাবেন ইতিহাসের পাতায়। 

ভ্রমন ইতিহাসে টাইটানিক দর্শন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠতে চলেছে, তা জোর দিয়ে বলছে দুনিয়ার বিভিন্ন ভ্রমন সংস্থা। আর কিছুদিন পর থেকেই টাইটানিক নিয়ে নতুন করে গবেষণার কাজ শুরু হতে চলেছে। এবার সেই গবেষকদের ট্রেনিং দেওয়ার পালা শুরু হয়েছে। আগে তাঁরা ট্রেনিং নেবেন। তারপর পর্যটকরা গেলে তাঁরাই গাইড বা ট্রেনারের কাজ করতে পারবেন। টাইটানিক পর্যটন শুরু হয়ে গেলে সেই টাকা থেকেই গবেষণা করার খরচ উঠে আসতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে যদি টাইটানিক ভ্রমন শুরু করা যায়, তাহলে তা রোমাঞ্চকর ভ্রমনের অন্যতম সেরা গন্তব্য হয়ে উঠবে। কিন্তু কেমন খরচ হতে পারে রোমাঞ্চকর টাইটানিক অভিযানের ? জানা গিয়েছে এক একজনের খরচ পড়তে পারে ১ লক্ষ ২৫ হাজার ডলার মাত্র। ভারতীয় মুদ্রায় যা কিনা প্রায় সাড়ে ৯২ লক্ষ টাকা। 

No comments:

Aaj Khabor. Powered by Blogger.