Ads Top

মুম্বইয়ে আরব সাগরে চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি

মুম্বইয়ে আরব সাগরে চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি


অন্য রুট, মুম্বই,  মহারাষ্ট্র, ২৩/১০/২০২০ : এবার মুম্বইতে শুরু হতে চলেছে ওয়াটার ট্যাক্সি। আরব সাগরের জলে ভেসে মুম্বইয়ের এক প্রান্ত  থেকে অনেক কম সময়ে পৌঁছে যাওয়া যাবে আর এক প্রান্তে। 

যাঁরা মাঝে মাঝেই মুম্বইয়ে যান, তাঁরা এই মায়ানগরীর ট্রাফিক জ্যাম সম্বন্ধে কম বেশি ওয়াকিবহাল। কিন্তু ওয়াটার ট্যাক্সি চালু গেলে অনেক কম সময় খরচ হবে মুম্বইয়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে যেতে। মুম্বইয়ের মাজগাঁও এলাকার প্রিন্সেস ডক  থেকে আগামী নভেম্বর মাসে  চালু হতে চলেছে ওয়াটার ট্যাক্সি পরিষেবা। 

যদিও প্রথম দিকে ওয়াটার ট্যাক্সি চালানো হবে দক্ষিণ মুম্বই থেকে বেলাপুর, ভাসি, নবি মুম্বইয়ের জওহরলাল পোর্ট ট্রাস্ট এবং মানওয়া পর্যন্ত। দেড়ঘন্টার এই যাত্রাপথ পার করতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। কোথাও সিগন্যালে পড়তে হবে না, ট্রাফিকজ্যামে দাঁড়িয়ে পড়তে হবে না। অনায়াসেই চলে যাওয়া যাবে মুম্বইয়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। যাঁরা মুম্বইয়ে বেড়াতে যাবেন, তাঁরাও আরব সাগরের এই ওয়াটার ট্যাক্সিতে চেপে ভ্রমন করে পারেন, বেশ ভাল লাগবে।

No comments:

Aaj Khabor. Powered by Blogger.