দুবাই বেড়াতে গেলে রিটার্ন টিকিট বাধ্যতামূলক
অন্য রুট, দুবাই, ১৯/১০/২০২০ : এবার থেকে দুবাই বেড়াতে গেলে অথবা কাজের জন্যে গেলেও রিটার্ন টিকিট আগে থেকে কেটে রাখতে হবে, নাহলে আপনাকে দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করলেও দুবাইতে ঢুকতে নাও দেওয়া হতে পারে।
গত ১৫ তারিখে দুবাই সরকার একটি বিবৃতি জারি করে বলেছে, দুবাইতে আসা প্রত্যেকের রিটার্ন টিকিট থাকতেই হবে, না হলে সেই ব্যক্তিকে দুবাইতে প্রবেশ করতে নাও দেওয়া হতে পারে। শুধু তাই নয়, যে বিমান সংস্থা সেই ব্যক্তিকে দুবাইয়ে নিয়ে এসেছে তাদেরই দায়িত্ব থাকবে সেই ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার। সেক্ষেত্রে সেই বিমানের টিকিট কাটার সময়েই সেই বিমান সংস্থা যেন দেখে নেয় যে সেই ব্যক্তির দুবাই থেকে ফেরার টিকিট আছে কিনা।
কিছুদিন আগেই দুবাইয়ে এমন ৩০০ জন ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছিল যাঁরা দুবাইয়ে এসেছিলেন, কিন্তু তাঁদের কারোর কাছেই ফেরার টিকিট ছিল না। তাঁরা ফিরেও যাচ্ছিলেন না। এইরকম ৩০০ জনকে শনাক্ত করেছিল দুবাই সরকার। এই ৩০০ জনের মধ্যে ২০০ জনই ভারতীয় ছিলেন এবং বাকিরা ছিলেন বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের বাসিন্দা। পরে অবশ্য ভারত ও পাকিস্তান তাদের অধিবাসীদের দুবাই থেকে সরিয়ে এনেছিল। এই ঘটনার পর থেকেই পর্যটকদের জন্যে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করে দিয়েছে দুবাই সরকার।
No comments:
Post a Comment