রোপওয়ে চেপে মাত্র ১৪ মিনিটেই এলিফ্যানটা কেভস যাওয়া যাবে
অন্যরুট, ভ্রমণ সংবাদ, ০৫/১২/২০১৯ : মুম্বই থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যেই রয়েছে সুন্দর একটি দ্বীপ, এলিফ্যানটা দ্বীপ। যাঁরা মুম্বই বেড়াতে যান বা মুম্বইতেই থাকেন তাঁদের কাছে যথেষ্ট পরিচিত এই এলিফ্যানটা দ্বীপ, এই দ্বীপে পাহাড়ের মাথায় রয়েছে অজন্তা ইলোরার মত পাহাড় কুঁদে তৈরী করা ভাস্কর্য, পাহাড়ের শীর্ষে রয়েছে একটি কামান, এবং বাঙ্কার , যা ব্যবহার করত ব্রিটিশ সৈন্যরা। একসময় এগুলি দখল করে নিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামীরা। পাহাড়ের শীর্ষ থেকে দেখতে পাওয়া যায় মুম্বইয়ের মূল ভূখন্ড। মুম্বইয়ের ইন্ডিয়া গেট থেকে লঞ্চে চেপে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলি দেখতে দেখতে এলিফ্যানটা কেভস বা আইল্যান্ড দেখতে যেতে মন্দ লাগে না; এই ভ্রমণেই এবার পর্যটনের মাথায় নতুন পালক লাগতে চলেছে।
কেন্দ্র সরকার এবার মুম্বইয়ের মূল ভূখণ্ডের সাথে এলিফ্যানটা আইল্যান্ডকে জুড়তে চলেছে রোপওয়ে দিয়ে। আট কিলোমিটার ব্যাপী এই রোপওয়ে মাত্র ১৪ মিনিটেই পৌঁছে দেবে একদিক থেকে আর একদিক পর্যন্ত। মোট ৩০টি কেবল কার থাকছে। দেশে এই প্রথম কোনো সমুদ্রের ওপর দিয়ে রোপওয়ে করে নিয়ে যাওয়া হবে সাধারণ পর্যটকদের । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২২ সালের মধ্যেই এই প্রকল্প শেষ হয়ে যাওয়ার কথা;
No comments:
Post a Comment