Ads Top

পর্যটক টানতে নয়া উদ্যোগ ওড়িশা সরকারের

অন্য রুট, ০২,১২/২০১৯ : ভ্রমন সংবাদ : ওড়িশার প্রধান পর্যটনকেন্দ্র পুরী ও  কোনারকে  সারা বছর পর্যটকের ভীড় লেগেই থাকে। আরও পর্যটক টানতে নয়া কৌশল নিল ওড়িশার পর্যটন দপ্তর। পুরী - কোনারক মেরিন ড্রাইভ রোডের ওপর একটি জায়গায় আগামী এক মাস ব্যাপী মেরিন ড্রাইভ ইকো রিট্রিট ফেস্টিভ্যাল শুরু করতে চলেছে ওড়িশা সরকার। আগামী ১৪ই ডিসেম্বর থেকে শুরু হয়ে এই উৎসব চলবে আগামী বছরের জানুয়ারি মাসের ১৪ তারিখ পর্যন্ত। 

ফেস্টিভ্যালের জায়গায় থাকবে অস্থায়ী বিলাস বহুল তাঁবু, যেখানে মোট ৫০টি ঘর পাওয়া যাবে। পর্যাপ্ত জল, বিদ্যুৎ ও কার পার্কিংএর  সুব্যবস্থা থাকবে। সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D ম্যাপিং, ফুড ফেস্টিভ্যাল, এডভেঞ্চার ও ওয়াটার স্পোর্টসের বিপুল আয়োজন।  এরকম উদ্যোগ ওড়িশা সরকার প্রথমবার নিতে চলেছে, ইতিমধ্যেই এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সরকারি এক অফিসার জানাচ্ছেন, পর্যটকেরা পুরী থেকে দিনের বেলায় গিয়ে ঘুরে আসেন কোনারক বা চন্দ্রভাগা থেকে, এবার সমুদ্রের ধারেই তাঁরা বিলাসবহুল তাঁবুতে  রাত্রিবাস করতে পারবেন। এই প্রচেষ্টা যদি সফল হয়, তাহলে ওড়িশার অন্যান্য সমুদ্র সৈকতেও এরকম আয়োজন করা হবে সারা বছর ধরে; ওড়িশা পর্যটন দপ্তরের এই উদ্যোগ দেশি ও বিদেশী সবরকম পর্য্টকদেরকেই আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, কোনারকের সূর্য মন্দিরের কাছে  কোনারক বার্ষিক নৃত্য উৎসব এবং চন্দ্রভাগা  বিচের ওপর আন্তর্জাতিক স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই উৎসবের সময় হল ডিসেম্বরের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত। এই উৎসবকে ঘিরেও প্রচুর দেশি ও বিদেশী পর্যটক এই মুহূর্তে পুরীতে রয়েছেন। এরপর বড়দিন ও ইংরেজি  বর্ষপূর্তি উপলক্ষেও ভীড় বাড়বে পুরীতে। 

No comments:

Aaj Khabor. Powered by Blogger.