Ads Top

ভ্রমন সংবাদ : ভুটান ভ্ৰমণ এবার অনেকটাই দামি হয়ে যাচ্ছে

ভ্রমন সংবাদ


অন্য রুট , ২০/১১/২০১৯ : ভুটানে বেড়াতে যাওয়ার খরচ এবার বাড়তে চলেছে, আর খুব সম্ভবত সেটা বাড়বে এক লাফে অনেকটাই। এতদিন বিশ্বের যেকোনো দেশ থেকে ভুটানে বেড়াতে গেলে ডেভেলপমেন্ট ফি বাবদ  প্রতিদিন জনপ্রতি $২৫০ (ভারতীয় টাকায় ১৮০০০ টাকা) দিতে হয়, যার মধ্যে $৬৫ থাকে ডেভেলপমেন্ট ফি বাবদ (দৈনিক) এবং দৈনিক $৪০ ধরা থাকে ভিসা চার্জ বাবদ। এই টাকা দিতে হয় না ভারত, মালদ্বীপ ও বাংলাদেশের পর্যটকদের। 
ভুটান হিসেবে করে দেখেছে যে, গত বছর অর্থাৎ ২০১৮ সালে মোট  ২,৭৪,০০০ পর্যটক তাদের দেশে বেড়াতে গেছে। যার মধ্যে ১,৮০,০০০ জন ভারতীয় পর্যটক ও বাকী ২০,০০০ জন পর্যটক  গিয়েছেন বাংলাদেশ ও মালদ্বীপ থেকে। এই যে বিশাল সংখ্যক ভারতীয় প্রতি বছর ভুটানে বেড়াতে যাচ্ছে, তাদের থেকে সেভাবে উন্নয়ন বা ভিসা খরচ বাবদ অর্থ ভুটানের রাজকোষে জমা পরছে না.;

এই ঘাটতিকে ভুটান ক্ষতি বলেই মনে করছে, আর তাই আগামী মাস থেকেই ভুটান বেড়াতে গেলে  বর্ধিত খরচ গুনতে চলেছেন ভারতীয় পর্যটকেরা। সেক্ষত্রে ভিসা খরচ হয়ত নাও লাগতে পারে তবে ডেভেলপমেন্ট ফি ছাড়াও পারমিট প্রসেসিং ফি দিতে হবে আলাদা করে ( পারমিট ফি খরচটিও যুক্ত হবে এবার থেকে); এই বিষয়ে ভুটানের বিদেশ মন্ত্রী তান্দি দোরজি সরকারি ভাবে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে দিল্লীতে জানিয়ে দিয়েছেন।

কিন্তু এইভাবে খরচ বেড়ে গেলে ভুটানে পর্যটকের সংখ্যা কমে যাবে না ? বিশেষ করে ভারতীয় পর্যটকদের সংখ্যা তো আগামী কয়েক বছরে অনেকটাই কমে যাবে ভুটানে ! তাতে তো সে দেশের আরও বেশি ক্ষতি ! এমনিতেই ভুটানে খাওয়ার খরচ অনেকটাই বেশি। ভুটানের বিদেশ মন্ত্রী তান্দি দোরজি সে কথা মানতে নারাজ। আসলে, যেভাবে ভারতীয়রা ভুটানে কম খরচের হোটেল ডিমান্ড করে তাতে করে সে দেশে ব্যাঙের ছাতার মত হোম স্টে এবং বাজেট হোটেল বেড়েই চলেছে, যেখান থেকে ভুটান সরকার খুব একটা আয় করে না, এই বিষয়টা ভুটান সরকার মেনে নিতে চাইছে না; তাই এই নতুন ফরমান জারি করতে চাইছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান। 

No comments:

Aaj Khabor. Powered by Blogger.