Ads Top

দেশের ভ্রমন আন্দামান - পর্ব ২

দেশের ভ্রমন
আকাশপথে আন্দামানে স্বাগত  

দেশের ভ্রমন : অন্য রুট - ১৫/১১/২০১৯ : আন্দামান - পর্ব ২ : আকাশপথে পোর্ট ব্লেয়ার  যুক্ত রয়েছে কলকাতা, দিল্লী, চেন্নাই, ব্যাঙ্গালোর ও হায়দ্রাবাদের বিমান বন্দরের  সাথে।  কলকাতা থেকে দুই ভাবে যাওয়া যায় আন্দামানে। 
কলকাতা বিমান বন্দর থেকে প্রতিদিন বিমান ছেড়ে পোর্ট ব্লেয়ার  বিমান বন্দরে যায়;  ভিন্ন বিমান  ব্যতিরেকে দুই থেকে আড়াই ঘণ্টা লাগে  পোর্ট ব্লেয়ার পৌঁছাতে; কলকাতার দমদম বিমান বন্দর থেকে যে ফ্লাইটগুলি ছাড়ে সেগুলি হল স্পাইস জেট, গো এয়ার, ভিস্তারা, ইন্ডিগো ও এয়ারইন্ডিয়া। যত আগে থেকে বিমানের টিকিট কেটে রাখবেন দামে ততটাই সস্তা হবে, যেমন আজকের তারিখ ২৫শে নভেম্বর ধরে বলছি, ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের পর টিকিটের দাম রয়েছে ৪৭০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে। আবার ডিসেম্বর মাসের শেষ দিকে রয়েছে ৬৭০০ টাকা থেকে ৭৪০০ টাকা পর্যন্ত। আবার ইন্ডিগো বিমানে ১৪ ডিসেম্বর ৯৭০০/-,  ১৬ ডিসেম্বর ১৩৫০০/- আর ২৫শে ডিসেম্বরে টিকিটের মূল্য রয়েছে ১৮০০০/-; এগুলি হচ্ছে ফ্লেক্সি ফেয়ার। বিমান খালি থাকলে দাম কম, যত  ভরে যাবে তত দাম বাড়বে। তাই যত  আগে থেকে সম্ভব আসা যাওয়া দুই টিকিটই কেটে রাখা উচিত হবে;
পোর্ট ব্লেয়ার শহর 

আন্দামান যাওয়ার দ্বিতীয় উপায় হল জাহাজে করে যাওয়া, তবে এই যাত্রায় সমুদ্র দর্শন যেমন হবে তেমন সময় লাগবে সাড়ে তিন দিন; আবহাওয়া খারাপ বা বিরূপ থাকলে অনেক সময় ৪ দিনও লেগে যায়; কলকাতা থেকে যে তিনটি জাহাজ ছাড়ে সেগুলি হল এম ভি আকবর, এম ভি নিকোবর ও এম ভি হর্ষবর্ধন ।  কিন্তু অনেক সময় এই জাহাজগুলির সূচি পরিবর্তন করা হয়, আবার বাতিল করে দেওয়া হয়, সেক্ষত্রে সবচেয়ে ভাল হল আকাশপথেই পৌঁছে যাওয়া আন্দামানে। এতে করে ছুটির দিনগুলিও নষ্ট হবে না;
কোরবিন্স কোভ বীচ 

আন্দামানের চিঙ্কুই দ্বীপ, ব্যারন আইল্যান্ড, রেড স্কিন আইল্যান্ড, ও জলিবয়ের মত কিছু দ্বীপ ছাড়া পারমিট নেওয়ার দরকার লাগে না ভারতীয়দের জন্যে। নীল দ্বীপ, হ্যাভলক বা বারাটাং দ্বীপগুলিতে যেতে হলে কোনো পারমিট লাগে না; 
প্রথম দিন পোর্ট ব্লেয়ারে নেমেই আগে হোটেলে পৌঁছে চেক  ইন করে নিন, তারপর বেরিয়ে পড়ুন। হোটেলকে বলে দিলে তারা সাইট সিয়িংয়ের জন্যে গাড়ি ভাড়া করে দেবে। 
স্নেক আইল্যান্ড 

কি কি দেখবেন - কোরবিন্স কোভ বীচ - প্রথমেই শুরু করা যাক একটি সুন্দর সমুদ্র সৈকত দিয়ে। প্রথমে চলুন কোরবিন্স কোভ বীচে । আন্দামানের বীর সাভারকার বিমান বন্দর থেকে ৪ কিলোমিটার আর শহরের প্রাণকেন্দ্র থেকে ৭ কিলোমিটার দূরে রয়েছে এই বীচ; খুব সুন্দর সমুদ্র সৈকত। পর্যটকের ভীড় তাই একটু বেশি। এখানে স্পিড বোট, জেট স্কি করার আনন্দ পেতে পারেন। কোরবিন্স কোভ বীচের কাছেই স্পিড বোটে পৌঁছে যেতে পারেন স্নেক আইল্যান্ডে, যেখানে আপনি স্কুবা ডাইভিং বা স্মরকেলিং করতে পারবেন, প্রচুর প্রবাল দেখতে পারবেন সেখানে, তবে সাথে অবশ্যই অভিজ্ঞ গাইড নেবেন।
সেলুলার জেল 

দিনের আলো ফুরিয়ে আসার আগেই চলুন আন্দামানের বিখ্যাত সেলুলার জেল দেখতে। এখানে আসলেই  আপনার মন গম্ভীর হতে বাধ্য, এখানকার দেওয়াল, পরিবেশ, আবহ আপনাকে বলে দেবে কি অসহনীয় যন্ত্রনা ভোগ করে গিয়েছিলেন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা। কোন কোন স্বাধীনতা সংগ্রামীরা সেখানে ছিলেন, কতটা কষ্ট তাঁরা  দেশের স্বাধীনতা অর্জনের জন্যে ভোগ করেছেন, সেটা সেলুলার জেলে গেলেই বুঝতে পারা যায়, সেই কষ্ট কতটা মূল্যবান ছিল তা কোনো লেখনীর দ্বারা বেঁধে দেওয়া সম্ভব নয় বলেই আর সেগুলি উল্লেখ করলাম না; তবে বিকেলের দিকে সেলুলার জেল বেড়াতে গেলে এখানকার যে লাইট এন্ড সাউন্ড শো রয়েছে সেটি বাংলা ভাষায় খুব সুন্দর উপভোগ করতে পারবেন।  এগুলি দেখতে দেখতেই অন্ধকার নামবে, তাই পায়ে হেঁটে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ফিরে বেড়ান আর না হলে হোটেলে ফিরে বিশ্রাম নিন; (চলবে) 


No comments:

Aaj Khabor. Powered by Blogger.