Ads Top

বিদেশ ভ্রমণ : শ্রীলঙ্কা ভ্ৰমণ পর্ব - ১

 বিদেশ
কলম্বো 

অন্যরুট, ২৪/১১/২০১৯ : শ্রীলঙ্কা ভ্ৰমণ পর্ব - ১ : শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ আর এই দেশটির সাথে ছোটবেলা থেকেই প্রথম পরিচয় ঘটে মহাকাব্য রামায়নের দৌলতে। শ্রীলঙ্কার কথা উঠলেই মনের মধ্যে ভেসে ওঠে রাবনের দেশ হিসেবে। শ্রীলঙ্কার রাজধানী হল কলম্বো। শ্রীলঙ্কার পর্যটনকে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে -
বিকেলবেলার কলম্বো 

  1. কলম্বো ও বর্ধিত কলম্বো অঞ্চল : এই অঞ্চলটি দক্ষিণের মাউন্ট লাভিনিয়া ও উত্তরের নিগম্ব পর্যন্ত বিস্তৃত। এই পর্যটনে রাজধানী কলম্বো এবং তার আশেপাশের জায়গাগুলিই মুখ্য, বিশেষ করে শ্রীলঙ্কায় যাঁরা কর্মসূত্রে যান তাঁরাই এই অঞ্চলে বেড়াতে যান; 
  2. দক্ষিণ উপকূল অঞ্চল : দক্ষিণ দিকের এই উপকূল ভাগ ওয়াদদুয়া থেকে তিসামাহারামা পর্যন্ত বিস্তৃত। পর্যটনের নিরিখে আবার এই অঞ্চলটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রথমটি হল ওয়াদদুয়া থেকে গালে, এবং অপরটি হল গালে থেকে  তিসামাহারামা পর্যন্ত। প্রথম ভাগে পড়বে কালুতারা , বেরুওয়ালা , ডেড্ডুয়া, মডু গঙ্গা, বালাপিটিয়া , অহুনগাল্লা ও হিক্কাডুয়া পর্যটন কেন্দ্রগুলি। আর দ্বিতীয় এলাকায় পড়বে উনাউয়াতুনা, কগ্গালা, ওয়েলিগামা, মিরিসা, মাত্তারা, টাঙ্গালে ও হাম্বানটোটা জায়গাগুলি, মূলতঃ এগুলি সমুদ্র উপকূল, খুব সুন্দর সুন্দর বীচ রয়েছে। 
  3. পূর্ব উপকূল অঞ্চল : উত্তরদিকে কুচ্চ্যাভেলি ও দক্ষিণ দিকে পট্টুভিল পর্যন্ত বিস্তৃত এই পর্যটনকেন্দ্র। এখানে অরুগগম বে,  পাশিকুড়া, ত্রিঙ্কোমালি ও নীলাভেলির মত বিখ্যাত পর্যটনকেন্দ্রগুলি রয়েছে এখানে , সারা বছর বিদেশী পর্যটকের ভীড় লেগেই থাকে এখানে।
  4. পশ্চিম উপকূল অঞ্চল : পশ্চিম দিকের উপকূলভাগ কালপিটিয়া থেকে মারাউইলা ও ওয়াইকালা পর্যন্ত বিস্তৃত। 
  5. হাই কান্ট্রি অঞ্চল : এই জোনে পড়বে ন্যুয়েরা  এলিয়া, বান্দারা ওয়েলা, মাসকেলিয়ার মত জায়গাগুলি।
  6. প্রাচীন শহরকেন্দ্রিক অঞ্চল : এই অঞ্চলে রয়েছে পাঁচটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সেগুলি হল অনুরাধাপুরা, ডাম্বুলা, ক্যান্ডি, পোলোননারুয়া ও সিগিরিয়া।এছাড়াও এই অঞ্চলে দর্শনীয় হাবারানা, গিরিটালে, মাটালে ও ভিক্তোরিয়া।
  7. অন্যান্য অঞ্চল : মুয়েল পর্যটনকেন্দ্রাগুলি ছাড়াও রয়েছে আরো কিছু জায়গা যেখানে বেড়াতে গিয়ে মন ভরবে, যেমন ইয়ালা, উদওয়ালুয়া, ওয়াশলামুয়া, পিননাওয়ালা ও রত্নপুরা এলাকা। 
সিগিরিয়া 

মোটামুটি এইভাবে ভেঙে নিলে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে ঠিক কোন কোন জায়গাগুলি বেছে নিলে ভাল হয়, সেটা বুঝতে পারা  যায়; শ্রীলঙ্কা ভ্রমনের মূল জায়গাগুলির বিবরণ দেব; তবে অনেক ভারতীয় পর্যটক আর একটা অঞ্চলকে বেছে নিতে চাইছেন শ্ৰীলংকা ভ্রমণের জন্যে, সেটা হল রাবন পর্যটন। অর্থাৎ রাবন রাজা সম্পর্কিত যে সব জায়গাগুলি আছে শ্রীলঙ্কায় সেইসব জায়গাগুলিতে ভ্রমন। ওপরে বলা সাতটি জায়গা ছাড়াও আমরা আলোচনা করব, যেখানে যেখানে রাবন রাজা সম্পর্কিত ভ্রমন করা যাবে। (চলবে) 

No comments:

Aaj Khabor. Powered by Blogger.